নিউজ ডেস্ক :: বরগুনার তালতলীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল ডাকাত মুখোশ পরে ঘরের ভিতরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে সকলের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৬ জুলাই) গভীর রাতে উপজেলার তালুকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দলের ভিতরে দুই জন মুখোশ পরে ঘরের ভিতরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাড়ির মালিকের স্ত্রী আশুরা ও তার নানির হাত-পা, মুখ বেঁধে মারধর শুরু করে। এরপর স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বাড়ির এক সদস্য জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে বাসার জানালার গ্রিল না থাকার কারনে সেখান থেকে ডাকাত দল ঘরে প্রবেশ করে। ঘরের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত-পা, চোখ-মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে আলমারি ও শোকেসের চাবি জোর করে নিয়ে যায়। তারা আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বলেন, পরিবার থেকে মোবাইলের কাগজ দিয়ে একটা সাধারন ডায়েরি করা হয়েছে। আমরা অপরাধীদের খুজে বের করার চেষ্টা চালাচ্ছি।’