নিজস্ব প্রতিবেদক :: আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের (বিএমসিসিআই) নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার দুপুরে বরিশাল নগরের সদর কিং ফিশার রেস্তোরার হলরুমে বিএমসিসিআই’র সভাপতি মোঃ নিজাম উদ্দিন’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানী।সভায় দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় এবং দক্ষিণাঞ্চলের ব্যবসায়িক উদ্যোগে আলজেরিয়ার অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন বরিশালের ব্যবসায়ীরা। এছাড়াও ব্যবসায়ীরা তাদের দক্ষতাকে তুলে ধরে ভবিষ্যতে আলজেরিয়ার সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।বিএমসিসিআই’র সহ-সভাপতি মির্জা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরচুন স্যুজ এর চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবসায়ী টিপু সুলতান খান, রেজিন উল কবির, রতন চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি লিলি বেগম, বাবু প্রমূখ।