নিজস্ব প্রতিবেদক :: দুর্ঘটনা প্রতিরোধে সড়কে চলাচল করা ২০ থেকে ২৫ বছরের পুরাতন বা তার বেশি অর্থাৎ মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক, কাভারভ্যানের বিরুদ্ধে বরিশালে যৌথ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ ও জেলা প্রশাসন।
আজ ২০ শে জুলাই রোজ রোববার বরিশাল জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী নাম স্থানে বিকেল ৪ টা থেকে ফিটনেস বিহীন লক্কর ঝক্কর যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে ৭ টি পরিবহনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও একজন পরিবহন মালিকের অনুরোধে ২৫ বছরের একটি পুরাতন গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ রেজিষ্ট্রেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশেষ অভিযান পরিচালনা করেন বিআরটিএ উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম ও বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো: আব্দুল মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ,লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা,অফিস সহকারী জহিরুল ইসলাম জহিরসহ অন্যন্যরা।
আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল জেলা পুলিশ,আনসার বাহিনী ও মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক ৩ টি টিম। এছাড়াও বিশেষ অভিযানে পরিবহন সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
এ বিষয় বিশেষ অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন,জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি। তবে এবার আমাদের অভিযান একটু ভিন্ন। যেসকল বাস-মিনিবাস বয়স ২০ বছর ও যেসব ট্রাকগুলোর বয়স ২৫ বছর হয়ে গেছে সেগুলো আর সড়কে চলতে দিব না।
তারা আরও বলেন, আজকে ৭ টি গাড়িকে জরিমানা করেছি এবং সড়ক থেকে পুরাতন গাড়ি সরিয়ে দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই কাজের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।