নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ২০২২/২০২৩ সালের এসএসসি / এইচএসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসই ডিপি ২০২২/২০২৩ সালের এসএসসি / এইচএসসি মোট ২৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাশ পুরকায়স্থ, বিশেষ অতিথি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হাওলাদার, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: আইয়ুব আলী খান,
রাঙ্গাবালী উপজেলা শিক্ষা অ্যাকাডেমিক সুপার ভাইজার অনাদিকুমার বাহাদুর, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, সহ রাঙ্গাবালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।