নিউজ ডেস্ক :: ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ক্রীড়া মঞ্চের পরিচিত মুখ মোঃ আব্দুল খালেক ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তার ঘরে সিধ কেটে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত আব্দুল খালেককে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল খালেক একজন সৎ, জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে কাঁঠালিয়ার ক্রীড়াঙ্গনে সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। তার প্রতি এই বর্বরোচিত হামলায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা এই হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে আব্দুল খালেক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হচ্ছে।