নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি মুহূর্ত। আর তাতেই ভারতের ইনস্টাগ্রাম সেনসেশন বেবিডল আর্চির ফলোয়ারের সংখ্যা মাত্র কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে পৌঁছে গিয়েছিল ১৪ লাখে। ভিডিওগুলোর একটিতে লাল শাড়ি পরে রোমানিয়ার গান ‘ডেম উন গ্র’র সুরে আকর্ষক ভঙ্গিতে নাচতে দেখা যায় তাকে।
আরেকটি ছবিতে আমেরিকান অ্যাডাল্ট ফিল্ম স্টার কেন্দ্রা লাস্টের সঙ্গে তাকে পোজ দিতেও দেখা যায়। হঠাৎ তার সম্পর্কে সবাই কৌতূহলী হয়ে ওঠেন। গুগল সার্চে ট্রেন্ড করতে থাকে বেবিডল আর্চির নাম। অসংখ্য ফ্যান পেজ ও মিম তৈরি হয়ে যায়।
তবে তখনও একটা বিষয় প্রকাশ্যে আসা বাকি ছিল। ওই অনলাইন সেনসেশনের নেপথ্যে বাস্তবে কোনও নারী ছিলেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিও ভুয়া। সেখানে যার মুখ ব্যবহার করা হয়েছিল, তার সঙ্গে বাস্তবজীবনের এক নারীর অদ্ভুত মিল রয়েছে। তিনি আসামের ডিব্রুগড় শহরের একজন গৃহবধূ। তাকে আমরা এখানে সাঁচী নামে উল্লেখ করছি।
ঘটনার সত্যতা প্রকাশ্যে আসে সাঁচীর ভাই পুলিশে অভিযোগ দায়ের করার পর। গ্রেপ্তার করা হয় তার সাবেক প্রেমিক প্রতীম বোরাকে। এই তদন্তের নেতৃত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সিজল আগরওয়াল বিবিসিকে বলেছেন, ‘‘সাঁচী এবং বোরার মধ্যে মনোমালিন্য হয়েছিল। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে সাদৃশ্য তৈরি করেছিলেন, সেটা শুধু প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই।’
বোরা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উৎসাহী প্রীতম বোরা নিজে নিজেই সে বিষয়ে শিখেছেন। সিজল আগারওয়াল বলেন, সাঁচীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করেছিলেন বোরা।
আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন প্রীতম বোরা। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বিবিসি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। তার পরিবারও কোনও মন্তব্য করেনি।
বেবিডল আর্চি নামে ওই প্রোফাইল ২০২০ সালে তৈরি করা হয়েছিল। ২০২১ সালের মে মাসে প্রথমবার সেখানে কন্টেন্ট আপলোড করা হয়। আগরওয়াল বলেন, প্রথমদিকের ছবিগুলো সাঁচীর আসল ছবি ছিল যেগুলো বিকৃত করা হয়।
তার কথায়, সময় পেরোনোর সঙ্গে সঙ্গে বোরা চ্যাটজিপিটি এবং ডিজাইনের মতো টুল ব্যবহার করে এআই সংস্করণ তৈরি করে। এরপর ডিপফেক ছবি ও ভিডিও তৈরি করে ওই হ্যান্ডেল ভরিয়ে দেয়। গত বছর থেকে এই অ্যাকাউন্টে লাইকের সংখ্যা বাড়তে শুরু করলেও চলতি বছরের এপ্রিল মাস থেকে জনপ্রিয়তা পেতে শুরু করে প্রোফাইলটি।
পুলিশের কাছে গত ১১ জুলাই রাতে সাঁচীর পরিবারের পক্ষ থেকে দুই অনুচ্ছেদের একটা সংক্ষিপ্ত অভিযোগপত্র দায়ের করা হয়েছিল। সঙ্গে প্রমাণ হিসাবে কিছু ছবির প্রিন্টআউট এবং ভিডিও দেওয়া হয়। আগরওয়াল বলেছেন, সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। কারণ সাঁচীর পরিবারের কেউ জানতেন না এর নেপথ্যে কে থাকতে পারেন।
পুলিশের কাছে বেবিডল আর্চির নাম অচেনা ছিল না। আগরওয়াল বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং মন্তব্য তাদের নজরে এসেছে। যেখানে অনুমান করা হয়েছিল ওই অ্যাকাউন্ট এআই জেনারেটেড। তবে সেটা যে বাস্তব জীবনে কারও আদলে তৈরি তেমন কোনও ইঙ্গিত মেলেনি।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ইনস্টাগ্রামে চিঠি লিখে অ্যাকাউন্ট নির্মাতার বিস্তারিত তথ্য জানতে চায়। ইনস্টাগ্রাম থেকে তথ্য পাওয়ার পর আমরা সাঁচীকে জিজ্ঞাসা করি যে, তিনি কোনও প্রতীম বোরাকে চেনেন কি না। তিনি বিষয়টা নিশ্চিত করার পর আমরা অ্যাড্রেস শনাক্ত করে পার্শ্ববর্তী তিনসুকিয়া জেলায় তার খোঁজ পাই। এরপর ১২ জুলাই সন্ধ্যায় আমরা তাকে গ্রেপ্তার করি।
আগরওয়াল বলেন, অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পর পুলিশ তার ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ড্রাইভ এবং ব্যাংকের নথিও বাজেয়াপ্ত করেছে। লিংক (লিংক শেয়ারিং প্ল্যাটফর্ম) ওই অ্যাকাউন্টের তিন হাজার সাবস্ক্রিপশন ছিল। সেখান থেকে তিনি ১০ লাখ টাকা আয় করেছেন বলে মনে করা হচ্ছে। আমাদের ধারণা গ্রেপ্তারের আগে মাত্র পাঁচ দিনে তিনি তিন লাখ টাকা আয় করেছেন।
আগরওয়াল বলেছেন, সাঁচী অত্যন্ত বিচলিত হয়ে পরেছিলেন। তবে তিনি এবং তার পরিবার কাউন্সেলিং করাচ্ছেন। তারা ভালো আছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা আটকানোর কোনও উপায় নেই। পাশাপাশি তিনি বলেন, আমরা যদি আরও আগে পদক্ষেপ নিতাম, তাহলে এতটা ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারতাম।
‘‘সাঁচীর এই সম্পর্কে কোনও ধারণা ছিল না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি নেই। তার পরিবারের সবাইকেও এই অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেওয়া হয়েছে। বিষয়টা তাদের নজরে আসে ভাইরাল হওয়ার পর।’’
এই বিষয়ে বিবিসির প্রশ্নের জবাব দেয়নি মেটা। তবে মেটা সাধারণত নগ্নতা বা যৌন বিষয়বস্তু পোস্ট করার অনুমতি দেয় না। গত মাসে সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা সেই সমস্ত এআই টুলের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যার সাহায্যে বাস্তব জীবনে মানুষের ছবি ব্যবহার করে যৌনতাপূর্ণ ডিপফেক যুক্ত কন্টেন্ট বানানো যায়।
বেবিডল আর্চির নামে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন আর জনসাধারণের জন্য উপলব্ধ নয়। সেখানে ২৮২টি পোস্ট ছিল। যদিও সামাজিক মাধ্যমে তার ছবি ও ভিডিওতে ভরা এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেগুলোর সবগুলোই মজুদ রয়েছে বলে মনে হচ্ছে।
বিবিসি মেটার কাছে জানতে চেয়েছে, এই বিষয়ে তাদের কী পরিকল্পনা রয়েছে। এআই বিশেষজ্ঞ ও আইনজীবী মেঘনা বল বলেন, সাঁচীর সঙ্গে যা ঘটেছে তা ‘ভয়ঙ্কর এবং এটা প্রতিরোধ করা প্রায় অসম্ভব।’
তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তাকে ভুলে যাওয়া হোক; সেই অধিকার চাইতে পারেন। আদালত তার নাম উল্লেখ করে প্রকাশিত প্রেস রিপোর্ট সরিয়ে ফেলার নির্দেশও দিতে পারেন। কিন্তু ইন্টারনেট থেকে তার সমস্ত চিহ্ন মুছে ফেলা কঠিন।
ওই আইনজীবী ব্যাখ্যা করেছেন, সাঁচীর সঙ্গে যা ঘটেছে, তেমনটা প্রায়ই হয়। প্রতিশোধ নিতে মেয়েদের ছবি ও ভিডিও প্রায়ই ছড়িয়ে দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এমন করা এখন সহজ। কিন্তু আমরা যতটা অনুমান করি ততটা সাধারণ নয় ওই ঘটনাগুলো। হতে পারে কলঙ্কের কারণে এগুলো কম রিপোর্ট করা হয় বা কাউকে যে নিশানা করা হচ্ছে সেটা তারা জানেন না, ঠিক যেমনটা এই ঘটনার ক্ষেত্রে হয়েছে।
পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন, যারা ওই ভিডিও বা ছবি দেখেছেন, তাদের সামাজিক মাধ্যমে বা সাইবার ক্রাইম পোর্টালে এই নিয়ে রিপোর্ট করার বিষয়ে কোনও উৎসাহ ছিল না।
প্রতীম বোরার বিরুদ্ধে দায়ের করা মামলায় যৌন হয়রানি, অশ্লীল উপাদান প্রচার, মানহানি, সুনাম ক্ষুণ্ন করার জন্য জালিয়াতি, অন্যের পরিচয় দিয়ে প্রতারণা এবং সাইবার অপরাধ সম্পর্কিত আইনের বিভিন্ন ধারা প্রয়োগ করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে বোরার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জাতীয় মামলা মোকাবিলার জন্য কঠোর আইনের পক্ষে সওয়াল করেছেন অনেকে। এআই বিশেষজ্ঞ ও আইনজীবী মেঘনা বল বলেছেন, এই জাতীয় মামলা মোকাবিলার জন্য আইন রয়েছে। তবে জেনারেটিভ এআই প্রস্তুতকারক সংস্থাগুলোকে মোকাবিলা করার জন্য নতুন আইন আনার সুযোগ রয়েছে কি না তা দেখতে হবে।
তিনি বলেছেন, আমাদের এটাও মনে রাখতে হবে যে ডিপফেক অপরিহার্যভাবে খারাপ নয়। সাবধানতার সঙ্গে আইন তৈরি করতে হবে। কারণ এগুলো বাকস্বাধীনতাকে আঘাত করার অস্ত্র হয়ে উঠতে পারে। বিবিসি বাংলা।