নিউজ ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌরসভার কর্মচারীদের ভবিষ্যত তহবিল (প্রোভিডেন্ট ফান্ড) ও আনুতোষিক (গ্রাচ্যুইটি) তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পৌরসভার ৪ কর্মকর্তার বিরুদ্ধে।
এদের মধ্যে মোঃ হারুন অর রশীদ বর্তমানে গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং মোঃ মিজানুর রহমান বর্তমানে পিরোজপুর পৌরসভার হিসাব রক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আর দুই জনের মধ্যে মোঃ হাবিবুর রহমান হিসাব রক্ষক এবং মোঃ শাহ আলম হিসাব সহকারী (ভারপ্রাপ্ত) পদে থাকা অবস্থায় মঠবাড়িয়া পৌরসভা থেকে অবসর নিয়েছেন।
জানা গেছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই ৪ কর্মকর্তা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মচারীদের প্রোভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটির টাকা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নিজেদের ব্যক্তিগত একাউন্টে জমা করেছেন। প্রোভিডেন্ট ফান্ডের জন্য কৃষি ব্যাংক এবং গ্রাচ্যুইটির জন্য পূবালী ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট এবং চেক রেজিস্ট্রার খতিয়ে দেখলেই আত্মসাতের বিষয়টি প্রমাণিত হবে। এ ফান্ডের টাকা সকল কর্মচারীদের একাউন্টে জমা করার কথা থাকলেও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে কমপক্ষে ৮/১০টি চেকের মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ওই ৪ কর্মকর্তা বেতনস্কেলের চেয়েও বেশী টাকা তাদের পিএফ ফান্ডে জমা করেছেন। তদন্ত হলেই এর সত্যতা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা। এ সময় পৌর মেয়রের দায়িত্বে ছিলেন রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। কিছু অবৈধ ফাইল ছাড় দেওয়ার বিনিময়ে ওই ৪ কর্মকর্তাকে এ অনিয়ম করার সুযোগ দেন তিনি।
পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ এবং হিসাব রক্ষক কর্মকর্তা মিজানুর রহমান প্রোভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটিতে তাদের মাধ্যমে কোন ধরনের অনিয়ম হয়নি বলে জানিয়েছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক আব্দুল কাইয়ুম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’