নিউজ ডেস্ক :: ২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা।
চুন্নু বলেন, আমরা অনেক কাটাছেঁড়ার পর ২৮৯ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি। ১১টি আসনে পরে সিদ্ধান্ত নেবো।পেরেছি।
ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের টিকিট। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের টিকিট পেয়েছেন জাপা মহাসচিব।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে (ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, বংশাল ও কোতোয়ালীর একাংশ), কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ আসনে (শ্যামপুর-কদমতলী), কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন।
গত একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে, শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনে, হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও-৩ আসনে, গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ আসনে, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮ আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া নাসরিন জাহান রতনা বরিশাল-৬ আসনে, মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনে, রানা মোহাম্মদ সোহেল নীলফামারী-৩ আসনে, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ আসনে, পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম-২ আসনে, শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনে, নুরুল ইসলাম তালুকদার বগুড়া-৩ আসনে, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, আহসান আদেলুর রহমান নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী তালিকায় দেখা গেছে, মনোনয়নে কপাল পুড়েছে তিনজন সংসদ সদস্যের। রংপুর-১ আসনে অনুমিতভাবেই মনোনয়ন পাননি দল থেকে বহিস্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তাকে ছাড়াও রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩ আসনে দলের মনোনয়ন পাননি। এছাড়া সাদ এরশাদ রংপুর-২ আসনে মনোনয়ন পাননি। এর খালি রাখা হয়েছে ময়মনসিংহ-৪ বা রওশন এরশাদের আসন।
রংপুর-১ আসনে দলের মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ, পিরোজপুর-৩ আসনে চেয়ারম্যানের উপদেষ্টা মাশরেকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরিফা কাদের ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে মো. মুজিবুল হক চুন্নু বলেন, মসিউর রহমান রাঙ্গা দল থেকে আগেই বহিষ্কৃত। রুস্তম আলী ফরাজী অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেবো।
জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা……
জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নানও নেই মনোনীত প্রার্থীর তালিকায়। জাপার দপ্তর বিভাগ জানিয়েছে, তিনি এবার দলের মনোনয়ন ফরমই নেননি।
জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়। গত ২৪-২৬ নভেম্বর পর্যন্ত চলে আট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার।