নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জুলাই পুনর্জাগরণ শীর্ষক নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ ২৬ জুলাই শনিবা র সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল, সমাজসেবা অধিদফতর ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই পুনর্জাগরণ শীর্ষক নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল মেহেরুন নাহার মুন্নী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ. কে. এম আখতারুজ্জামান তালুকদার। শুরুতে অতিথিরা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকার সাথে সংযুক্ত হয়ে সারাদেশে একযোগে সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই পুনর্জাগরণ শীর্ষক নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ এর অনুষ্ঠান উপভোগ করেন। পরে বরিশালে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জুলাই যোদ্ধা ও নারী-শিশু সহিংসতা প্রতিরোধর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।