নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়ক। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-চার দিন বৃষ্টি অব্যাহত থাকবে, তবে এর মাত্রা কিছুটা কমবে।