নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের স্বাস্থ্য অব্যবস্থাপনা, ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ছাত্র-জনতা।
গতকাল বিকেলে শের-ই-বাংলা হাসপাতালের প্রধান ফটক থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি বান্দরোড, সদর রোড হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বরিশাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, শের ই বাংলা মেডিক্যাল কলেজে অব্যবস্থাপনা চরমে। দীর্ঘদিন যাবৎ এখানে রোগীরা জাঁতাকলে পিষ্ট হয়ে হয়রানি, ভোগান্তির শিকার হয়ে থাকে এবং নাগরিক অধিকার খর্ব হয়ে থাকে। যদিও এটা শুধু বরিশালের চিত্র নয়, সারাদেশে সকল সরকারি হাসপাতালের চিত্র এরকমই।
এসময় তিনি তিন দফা দাবির কথা তুলে ধরেন। দাবিগুলো হল- শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তি ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন করতে হবে।
এছাড়া স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় তিনি জেলা-উপজেলার মানুষকে নিজেদের কথা চিন্তা করে স্বাস্থ্যসেবা দ্বারা হয়রানি-ভোগান্তি রোধে ছাত্রদের মতো রাজপথে নেমে আসার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্য সেবা সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।