নিজস্ব প্রতিবেদক :: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বরিশালে অসহায় এবং দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী নগরীর বান্দ রোড বরিশাল স্টেডিয়ামে চিকিৎসা ক্যাম্পেইনে পাঁচ শতাধিক দরিদ্র জনসাধারণকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেনা দরের নির্দেশনার আলোকে এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নির্দেশে ২৩ আরই ব্যাটালিয়নের সহায়তায় বরিশাল সেনানিবাসের ৮৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ইউনিট এই ক্যাম্পেইন আয়োজন করে।
সুশৃংখল পরিবেশে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক মোট ১০ জন চিকিৎসক সেবা প্রদান করেন দরিদ্র রোগীদের। পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করে সেনাবাহিনী। কার্যক্রম পরিদর্শন করেন ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুসলান উর রহমান।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগের প্রশংসা করেছেন চিকিৎসা সেবা গ্রহীতা এবং স্থানীয় জনসাধারণ।