নিউজ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় গুঠিয়া বন্দরের প্রধান সড়কে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের নেতৃত্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, নারী-পুরুষসহ সর্বস্তরের হাজার হাজার জনগন।
এসময় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার বক্তৃতাকালে অভিযুক্ত আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দূর্নীতি ও অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করেন এবং অচিরেই অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি।
বক্তৃতা দেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশি, ইউপি সদস্য সাইম মোল্লা, হুমায়ুন কবির,হানিফ,রেজাউল হোসেন,সহিদ। পরিশেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তাদের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করে। এছাড়া আওয়ামীলীগের বিনা ভোটের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।