নিজস্ব প্রতিবেদক :: অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর নেতাকর্মীরা। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় বাজার রোডে নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাভিদ খান তুষারের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। নগরীর লঞ্চঘাট এলাকায় সকাল ৯টায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীতে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর অনুসারী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে বরিশাল-ঝালকাঠী মহাসড়কে ২৬ নম্বর ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মশাল মিছিল করে।
এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এদিকে, অবরোধকে কেন্দ্র করে নগরীর টার্মিনালগুলোসহ মোড়ে মোড়ে অবস্থা নিয়েছে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী। যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই কারণে কম যাত্রী নিয়ে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে চলছে লঞ্চ। লঞ্চঘাটে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে কোস্টগার্ড সদস্যদের।
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, যাত্রী কম থাকলেও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ যাত্রী নিয়ে যাবে। বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরীর আইন শৃংখলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।