প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মোঃ নাইম, কাকাশুরা বাজার, বরিশাল-এর একজন দীর্ঘদিনের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছি।
কিন্তু সম্প্রতি গভীর বিস্ময় ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, একটি কুচক্রী মহল সাংবাদিক ভাইদের ভুলভাল বুঝিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কিছু বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য সরবরাহ করে সংবাদমাধ্যমে ‘আমি কোটি টাকা নিয়ে উধাও’ — এমন শিরোনামে একটি ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
আমি জোরালোভাবে এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একইসঙ্গে সকল গণমাধ্যমকে অনুরোধ করছি, কোনো তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য।
আমার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, যা আমার ব্যক্তিগত সুনাম ও পেশাগত ইমেজ ক্ষুণ্ন করার হীন চেষ্টার অংশ। আমি সংশ্লিষ্ট মহল এবং সংবাদমাধ্যমের কাছে জবাবদিহি ও দায়বদ্ধতা আশা করি। প্রয়োজনে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।
মোঃ নাইম
ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট
কাকাশুরা বাজার, বরিশাল
Copyright © 2025 Crime Times. All rights reserved.