নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
শনিবার (২ আগষ্ট) উজিরপুর উপজেলার বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিন্টু মিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার ঘোষণা দেয়া হয়।
উল্লেখ্য- গত ২৪ মে বিএনপির নেতাকর্মীদের সাথে ভূল বুঝাবুঝির রেশে ভূল তথ্য প্রকাশ করার কারনে মিন্টু মিয়াকে বহিষ্কার করা হয়েছিলো। এ বিষয় নিয়ে উভয় পক্ষ ও সাতলা ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে উজিরপুর-বানারীপাড়া বিএনপির অভিভাবক ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়। যার ফলে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
এদিকে মিন্টু মিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া সাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়ারও বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।