নিউজ ডেস্ক :: সালাদের ভেতর পাওয়া গেছে মানুষের কাটা আঙুল। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে রেস্টুরেন্টের বিরুদ্ধে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অ্যালিসন কোজি নামের ওই নারী অভিযোগে বলেন, চলতি বছরের ৭ এপ্রিল নিউ ইয়র্কের মাউন্ট কিসকোতে চপ্ট নামের একটি রেস্টুরেন্টে সালাদ খাওয়ার সময় তিনি অনুভব করেন মানুষের আঙুল চুষছেন।
মামলায় বলা হয়, মূলত রেস্টুরেন্টের এক কর্মী সালাদ তৈরির সময় অসাবধানতাবশত তার আঙুল কেটে ফেলেন এবং তা মিশে যায় খাবারের সাথে। দুর্ঘটনার পর রেস্টুরেন্টের ম্যানেজারকে হাসপাতালে নেওয়া হলেও ওই সালাদ কোজিকে খেতে দেয়া হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই রেস্টুরেন্টকে ৯০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।