নিজস্ব প্রতিবেদক :: জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উজিরপুর উপজেলার ইচলাদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উজিরপুর উপজেলার পরিষদের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ খোকন সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ধর্ম ও আন্ত বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ কাওছার হোসাইন। উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার। শিকারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাসির উদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উজিরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা, পৌর ও উপজেলা কর পরিষদ ও সুরা সদস্যসহ শত শত নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।