নিউজ ডেস্ক :: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ক্লাবের সদস্য এবং সহযোগী সদস্যদের পক্ষে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকারী সংসদ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মম ভাবে কুপিয়ে হত্যার ঘটনা উদ্বেগজনক। আমরা মনে করি এটি বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা।
আমরা আহ্বান জানাবো, অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। পাশাপাশি নিহত সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সেই সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় দেশের গণমাধ্যম কর্মীরা দেশব্যাপি কঠোর প্রতিরোধ, প্রতিবাদ গড়ে তুলবে।