নিউজ ডেস্ক :: পটুয়াখালীল বাউফল উপজেলা যুবলীগের সভাপতি ও ১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান সিরাজকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট) বিকালে ঢাকার আফতাব নগরের একটি বাসা থেকে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, বাউফলের মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী এলাকার মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলায় করলে যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের ১৮ বছর সাজা দেয় আদালত। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে ঢাকাতে গা ঢাকা দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্ব ঢাকা র্যাব-২ ও র্যাব-৩ এর সদস্যরা শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করে।
ঢাকায় অবস্থানরত বাউফল থানার এসআই মুনিরুজ্জামন খান বলেন, রবিবার ১০ই আগস্ট সকালে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামী শাহজাহান সিরাজকে বাউফল থানায় আনা হবে।