নিউজ ডেস্ক :: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন ভারতীয়রা। স্থানীয়দের মারধরে আহত ওই বাংলাদেশি মারা গেছেন বলে মঙ্গলবার মেঘালয় পুলিশ জানিয়েছে।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম আকরাম। তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন।
জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেছেন, গ্রামবাসীরা আহত অবস্থায় আকরামকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।
মেঘালয়ের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, গত সোমবার কমপক্ষে আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে স্থানীয় গ্রামবাসীরা জড়ো প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারপিট করেন গ্রামবাসীরা।
পুলিশ সুপার জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ অভিযানে খোনজয় ও গিলাগোড়া এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুই সন্দেহভাজনকে ধরতে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।