নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এক বছরের শিশুকে অপহরণ করার অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গৃহবধূ। বিচারক মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানার ওসিকে আসামিদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই নির্দেশ দেন। বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের সাদিয়া আফরিন বাদী হয়ে বুধবার স্বামী রাশেদ মিয়া, ননদ মেহজাবিন রুমি, শশুর হালিমের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় বাদি উল্লেখ করেন-২০২২ সালের ১৪ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মারধর করে। বাদির এক বছরের শিশু পুত্র অসুস্থ হয়ে পড়লে শেবাচিমে ভর্তি করা হয়। সেখান থেকে শিশুটিকে অপহরণ করে আসামীরা।