নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের অনশন কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন মহিউদ্দিন রনি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরী সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি বলেন, ‘বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বাংলাদেশের সকল সরকারি স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাত সংস্কারে তিন দফা দাবি নিয়ে আমরা ১৮ দিনের মতো কর্মসূচি করে যাচ্ছি। একটা যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করে নানা শ্রেণি-পেশার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।’তিনি বলেন, ‘তিন দিন ধরে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা শেরে ই বাংলা মেডিকেল কলেজের সামনে কর্মসূচি পালন করছে। শান্তিপূর্ণ এই আন্দোলনে, অনশনে অনাকাঙ্খিতভাবে স্টাফদের ড্রেস পরিহিত একটা দল শিক্ষার্থীদের ওপরে অতর্কিত হামলা চালায়। এতে প্রত্যেকে মারাত্মকভাবে আহত হয়।’সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি আরও বলেন, ‘বরিশালে স্বাস্থ্যের ডিজি এসে যে কথাগুলো বলেছেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক আর কেউ যদি আন্দোলন করে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা মনে করি তার এমন উসকানিতে শিক্ষার্থীদের ওপর এই হামলাটা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।’আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এখন চার দফা দাবি তুলে ধরেন। দ্রুত শিক্ষার্থীদের ওপর হামলার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে গত ১৮ দিন ধরে বরিশালে আন্দোলন করে আসছে ছাত্র-জনতা। বরিশাল ব্লকের কর্মসূচির পাশাপাশি তারা হাসপাতালের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। প্রায় তিনদিন ধরে হাসপাতালের সামনে অনশনে বসেন চার জন।বৃহস্পতিবার বেলা ১১টার পরে অনশনে থাকা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থী পরিচয়ে কয়েকজন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে।এদিকে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।