
নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। তিনি বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।”
বক্তব্যে তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। আজকের এই দোয়া-মোনাজাত কর্মসূচির মাধ্যমে আমরা তাঁর নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান । এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।