নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৩ আসন : গোলাম কিবরিয়া টিপুসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বিভিন্ন দলের ৯ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ৫ বারের নির্বাচিত এমপি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ২বারের নির্বাচিত এমপি গোলাম কিবরিয়া টিপু, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, সাবেক এমপি টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী, বাবুগঞ্জ আওয়ামী লীগের সদস্য মোঃ আতিকুর রহমান আতিক, জাকের পার্টির মনোনিত প্রার্থী, মিজানুর রহমান বাচ্চু, তৃনমুল বিএনপির শাহনাজ হোসেন, বাংলা সাংস্কৃতিক জোট মোঃ আজমুল হাচান জিহাদ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হক।
মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে প্রার্থীরা ও তাদের প্রস্তাবকারী-সমার্থনকারীরা উপস্থিত ছিলেন।