নিউজ ডেস্ক :: বরিশালে স্বর্ণের চেইন ছিনতাইকালে আঞ্জুমান (৪৫) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। আটকদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে।
গৌরনদী পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রা যোগে কাসেমাবাদ যাচ্ছিলাম।
পথে ওই মাহেন্দ্রায় চার নারী ওঠে। তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান নামে ওই নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটক নারী ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারী নারী দুজনই থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।