নিউজ ডেস্ক :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে ৫০ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা গতকাল শুক্রবার (১৫ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল করেন। একইসঙ্গে তারা আগামী ১৭ আগস্টের নির্বাচন স্থগিতের দাবিও জানান।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, প্রতিনিধি নির্বাচনে সভাপতি পদপ্রার্থীসহ অন্তত তিনজনকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি। গত ৮ আগস্ট ছিল ফরম সংগ্রহের শেষ দিন। প্রবাসী হওয়ায় সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া সরকারকে ফরম দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জহিরুল আলম বাচ্চু ফরম নিলেও স্বাক্ষর ছাড়া জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি বলে দায়িত্বশীল নেতারা জানান।
একই দিনে ফরম বিক্রি, জমা, যাচাই-বাছাই, প্রার্থী চূড়ান্তকরণ ও প্রতীক বরাদ্দ এসব প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল ইসলাম ভূঁইয়া সরকার ও জহিরুল আলম বাচ্চুর পাশাপাশি সাংগঠনিক সম্পাদক প্রার্থী রুবেল হোসেনকেও ফরম দেওয়া হয়নি। রুবেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
নজরুল ইসলাম ভূঁইয়া সরকার অভিযোগ করে বলেন, প্রবাসী হওয়ার অজুহাতে আমাকে ফরম দেওয়া হয়নি। অথচ দলের দুঃসময়ে সব সময় পাশে থেকেছি। বিদেশ থেকেও নেতাকর্মীদের সহযোগিতা করেছি। বর্তমানে দেশে আছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবৈধ লেনদেনের কারণে আমাকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি।
জহিরুল আলম বাচ্চু বলেন, অবৈধ তফসিল ও নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণ আমাদের সঙ্গে আছে। বিষয়টি আমরা জেলা নেতাদের জানিয়েছি। দুলাল মোল্লাকে সভাপতি করার জন্য ঢাকায় ৫০ লাখ টাকা লেনদেন হয়েছে। এজন্য তড়িঘড়ি করে সম্মেলনের নাটক সাজানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, দলের জন্য নজরুলের অবদান রয়েছে, তবে আমেরিকা প্রবাসী হওয়ায় তাকে ফরম দেওয়া হয়নি। তিনি এ নিয়ে ঝামেলা করেছেন এবং পরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বাচ্চুর ফরমে কিছু ত্রুটি ছিল। তাকে আপিল করতে বলা হয়েছিল। তিনি আপিল করেছেন কি না জানা নেই। রুবেল নামে কেউ ফরম কিনতেও আসেননি।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, বিক্ষোভের বিষয়ে আমি কিছু জানি না। ফরম না দেওয়ার অভিযোগও কেউ আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানায়নি।