নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পাশাপাশি ফারুকীর সুস্থতায় সবার কাছে দোয়াও চেয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।
ওই পোস্টে অভিনেত্রী তিশা উল্লেখ করেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে একান্ত সচিব ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।
এদিকে ফারুকীর শারীরিক অবস্থার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।
এর আগে, কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমানবাহিনীর মেডিকেল হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের এক সন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।