প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচি : চাল ওজনে কম দেয়ায় জুতাপেটা

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচি : চাল ওজনে কম দেয়ায় জুতাপেটা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় উত্তেজিত এক নারী উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে প্রকাশ্যে ডিলারের নিযুক্ত লোক স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মুক্তার হোসেনকে জুতাপেটা করেছেন স্থানীয় ফাতেমা বেগম নামের এক নারী।
ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার দেহের গতি ইউনিয়নের রাহুতকাঠি একটি চাল বিতরণ কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গেছে, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক উপকারভোগী ৩-৪ কেজি কম পাচ্ছেন বলে অভিযোগ করেন। এক পর্যায়ে এক নারী উপকারভোগী সরাসরি ওজন মেপে দেখেন চাল কম। এরপর তিনি জুতাসহ ডিলারের নিযুক্ত লোকের ওপর চড়াও হন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন জানান, চাল ওজনে যেন কম না হয় তার জন্য ডিলারকে আমি বলেছিলাম। ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ফলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেছে বিষয়টি আসলেই দুঃখজনক।
এ বিষয়ে ডিলারের নিযুক্ত ব্যক্তি মোক্তার হোসেন জানান, ডিলার মোঃ শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশনা দিয়েছেন আমি সেই অনুযায়ী কাজ করেছি। ফলে একজন সুবিধাভোগী নারীর সাথে ওজন কম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি আমাকে তার পায়ের জুতা দিয়ে আঘাত করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ওজনে কম দেয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন, তবে তার নিযুক্ত লোকের উপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
এ বিষয় বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.