নিজস্ব প্রতিবেদক :: নির্মাণ শেষের আগেই ধসে পড়লো মডেল মসজিদের ছাদ।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের ছাদ নির্মাণ শেষের আগেই ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সরকারি একটি পুকুরের উপর নির্মাণাধীন মডেল মসজিদের কাজ করছে এসএসএল অ্যান্ড আলী (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। হবিগঞ্জ গণপূর্ত বিভাগ এবং ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে। এরইমধ্যে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে দুই দুইবার ছাদ ধসে পড়েছে।
স্থানীয়রা বলেন, দেশের অন্যান্য এলাকায় মসজিদের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়ে গেছে। অথচ বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কচ্ছপ গতিতে চলছে কাজ। ইতিমধ্যে দুইবার ছাদ ধসে পড়েছে। এ যেনো দেখার যেনো কেউই নেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে জলাশয়ের উপর কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা আইনসিদ্ধ নয়। এখানে কর্তৃপক্ষের গাফিলতি আছে। একটি জলাশয় পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পুকুরের উপর এই মসজিদ নির্মাণ এবং বারবার ছাদ ধসে পড়ার কারণে ভবিষ্যতে মুসল্লিরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, যখন ছাদ আগেও ধসে পড়ে আমি ডিসি স্যারকে জানিয়েছি গতকাল দ্বিতীয় দফায় ছাদ ধসে পড়ার খবর স্যারকে জানিয়েছি।
অনিয়মের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই কাজের তদারকি করছেন পিডব্লিউও। এটা তারা দেখভাল করবেন। জলাশয়ের মাঝে স্থাপনা আইনসিদ্ধ কি না জানতে চাইলে তিনি বলেন, এটাতো আগের কর্তৃপক্ষ আইন মেনে করেছেন। এটা আমার মন্তব্যের মধ্যে পড়ে না।