প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
গণ অধিকার সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে – বরিশাল ঢাকা – মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল ঢাকা - মহাসড়ক ঘন্টা ব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
৩১ আগস্ট রোববার দুপুরে ঢাকা- বরিশাল মহাসড়কের রামপট্টি নামক স্থানে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা মহাসড়ক আটকে দিয়ে সড়কের উপরেই ঘন্টাখানেক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় রাস্তার দুই ধারে প্রায় হাজার খানেক যানবাহন আটকা পড়ে। ঘন্টা ব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতীয় পার্টি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেন।
এসয়ময় বক্তৃতা দেন, বরিশাল জেলা গনধিকার পরিষদ এর সাংগিঠনিক সম্পাদক মোঃ নুরুল আমিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদ সাধারন সম্পাদক রাজন মৃধা, বরিশাল জেলা গন অধিকার পরিষদ জেলা যুগ্ন সাধারণ সম্পাদক
আশিক হাওলাদার, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সাবেক যুগ্ন সদস্য সচিব মোঃ জুয়েল আকন, যুগ্ন সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি শহিদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলার ইয়াসিন আরাফাত।
ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আল আমিন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফিন ইসলাম নাদিম প্রমুখ।
বক্তারা বলেন, প্রথমে পুলিশ ও সেনা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, তারপর জাতীয় পার্টি। ঘটনার সময় নুরুল হক নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করে। এরপর ওই ব্যক্তিকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়েছে। তাই এই ঘটনার অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.