প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
বাবুগঞ্জে বিএনপি নেতা ইসরাত হোসেন কচির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের উদ্যোগে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলার খানপুরায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষে একটি বর্নাঢ্য আনন্দ র্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল হোসেন সরদার, সেলিম সরদার, বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএন পি'র সাবেক সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মিল্টন, দেহেরগতি বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মিলন খান, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান রতন তালুকদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন জমাদ্দার, বরিশাল জেলা ছাত্র দলের সহ-সভাপতি আরিফুর রহমান রবিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.