নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ধর্ষণ চেষ্টার শিকার নারী হাসপাতালে ভর্তি।
নগরীর কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের মতাশার বাজার সংলগ্ন সাপানিয়া মৌজায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় সোহেল রানার পরিবারের অন্তত ৩ জন আহত হন। বর্তমানে তারা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, মরিয়ম আক্তারের কাছ থেকে সোহেল রানা জমিটি ক্রয় করেন। অপরদিকে একই জমি শান্তা মনি ক্রয় করেন আনোয়ার হোসেনের কাছ থেকে। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সোহেল রানার স্ত্রী মারজানা বেগম অভিযোগ করেন, ২০২৫ সালের জানুয়ারিতে মরিয়ম আক্তারের কাছ থেকে দলিল নেওয়ার পর তারা বসতবাড়ি নির্মাণ করেছিলেন। কিন্তু সম্প্রতি শান্তা মনির নেতৃত্বে তার সহযোগীরা বসতঘর ভাঙচুর করে আসবাবপত্র লুট করে নিয়ে যায় এবং আত্মীয় নাসিমা আক্তারের ওপর অমানুষিক নির্যাতন চালায় ও ধর্ষণের চেষ্টা করে।
আহত নাসিমা আক্তার জানান, হামলাকারীদের মধ্যে মিলন ও তার সহযোগীরা শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং তাকে বেধড়ক মারধর করা হয়, তার অবস্থা খুবই মর্মান্তিক হলে তাকে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া মারজানা বেগমের অভিযোগ, মনির মাঝি ও তার সহযোগীরা এক লক্ষ বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তারা এক লক্ষ টাকা দিয়েছিলেন। চাঁদা না দেওয়ায় হামলাকারীরা তাদের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন লুট করে এবং বাড়িঘর ভেঙে দেয়।
এ ঘটনায় উভয় পক্ষই কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে রাতের আঁধারে শান্তা মনির লোকজন নতুন স্থাপনা তৈরি করতে চাইলে পুলিশ তা বাধা দেয়। জানা গেছে, জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এলাকাবাসী উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।