নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬০।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার সানু (৭০) ও পটুয়াখালীর বাউফল উপজেলার ফাতিমা (২৩)। এদের মধ্যে সানু বরগুনা সদর হাসপাতালে ও ফাতিমা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এ পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৭ হাজার ৫১০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২০ জন। বিভাগে এখন পর্যন্ত ১৯৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৫৮ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে ছয়জন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৯ জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৫ জন, পটুয়াখালীতে চারজন, ভোলায় সাতজন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৪ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।