প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১:১৩ পূর্বাহ্ণ
বরিশালে নিজ ঘরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ভোলা শহরে আমিনুল হক নোমানী নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিতে শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল হক ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস ও সদর উপজেলা পরিষদ পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাৎ মো. হাচনাইন পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।
এ বিষয়ে তৈয়ব আলী, ও মো. মনিরসহ স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টায় নিজ ঘরে হামলার শিকার হন আমিনুল। হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘরের মধ্যে আমিনুলের চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ। পরে আরও লোকজন এসে রক্তাক্ত আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.