নিজস্ব প্রতিবেদক ::বরিশাল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩ টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয় বর্জনীয় বিষয় নিয়ে "জেলা সড়ক নিরাপত্তা কমিটির" সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ব্রাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির আয়োজন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সকল স্টেক হোল্ডাদের নিয়ে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, জেলা শিক্ষা অফিসার মো: হারুন অর রশীদ, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো: আমিনুর রহমান, বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: মাহফুজুর রহমান।
প্রকল্প লীড কর্মকর্তা মো: নাজমুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফিন্ড কমিউনিকেটর মো: নজরুল ইসলাম, ট্রেনিং স্পেশালিষ্ট মো: নুরুল ইসলাম, মো: তৌহিদুর রহমান, ডিপিও- ব্লাষ্ট মো: ইমাম হাসান
নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি মো: সাইদুর রহমান মামুন,চেম্বার অব কমার্স, রোভার,রুপালী ও নথুল্লাবাদ শ্রমিক ইউনিয়ন,ছাত্র প্রতিনিধিসহ অন্যান্যরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধে চালক যাত্রী ও পথচারীদের করনীয় বর্জনীয় বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। চালক, মালিক,যাত্রী ও পথচারী যার যতটুকু দ্বায়িত্ব ও কর্তব্য তার ততটুকু পালন করতে হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় যার চলে যায় সে জানে আপনজন হারানো কি যন্ত্রণা। সুতরাং আমরা আমাদের পরিবার তথা আপনজনকে সড়ক দুর্ঘটনায় অকালে হারাতে চাই। তাই সতর্ক থাকতে হবে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।