নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়া কমিশনার গলিতে ফের মাদক উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় মাদক বহনের সন্দেহে স্থানীয়রা এক যুবককে আটক করে।
এসময় এলাকাবাসী তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে। তবে সুযোগ বুঝে ওই যুবক কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধারকৃত ইয়াবাগুলো জনসমক্ষে ধ্বংস করে ফেলে।
স্থানীয় বাসিন্দা আবু হানিফ সুমন জানান, দীর্ঘদিন ধরে বাইরের এলাকার মাদক ব্যবসায়ীরা কমিশনার গলিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে আসছে। প্রায়ই তারা এখানে মাদক এনে নির্ভয়ে লেনদেন করে চলে যায়। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী উদ্যোগী হয়ে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করা হয়।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা কামনা করেছেন।