বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে নদীর তীরবর্তী কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইট ভাটায় নেওয়ার অভিযোগে মাটি কাটার পল্টন ও ভেকু সহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১০/৯/২০২৫ ইং বুধবার রাত ২.১৫ মিনিটের সময় বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নলুয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের পান্ডব নদীর তীরে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেওয়ার সময় ৬ ( ছয়) জনকে আটক করে।
এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি পল্টন,দুটি ভেকু ও একটি ট্রলার জব্দ করা হয়।
জব্দকৃত মাটি কাটার ভেকু পল্টন ও ট্রলার থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে নলুয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারী কর্মকর্তা মোসাঃ লুৎফর নাহার ( নুপুর) বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইনের ২০১০এর১৫(১) এর ধারায় একটি মামলা করেন। বাকেরগঞ্জ থানার মামলা নম্বর-১০, জিআরনং-৩৪৪/২০২৫।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।