প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
নদীগর্ভে বিলীন ১ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণে রহমতপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মানবিক উদ্যোগ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ::
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ বাজার থেকে ছোট মীরগঞ্জ পর্যন্ত সংযোগ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সিংহেরকাঠি, লোহালিয়া ও চাঁদপাশা ইউনিয়নের পূর্ব অংশের তিন গ্রামের প্রায় আট হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েন।
সড়কটি বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় সাময়িক সমাধান হিসেবে স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল-এর উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হলেও, দীর্ঘ ব্যবহারে সেটিও ভেঙে পড়ে। ফলে জনদুর্ভোগ আরও বাড়ে।
জনগণের এ কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নদীগর্ভে বিলীন হওয়া গুরুত্বপূর্ণ সড়কটির প্রায় ১ কিলোমিটার পুনঃনির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
শনিবার, ১৩ আগস্ট, প্রায় এক কিলোমিটার দীর্ঘ মাটির সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মোঃ রাজন শিকদার।
উদ্বোধনকালে তিনি বলেন, এটি আমাদের দলের জনগণের প্রতি অঙ্গীকারের বাস্তব প্রমাণ—বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা মনে করি, উন্নয়ন শুধু কথায় নয়—কাজেই তা প্রমাণ করতে হয়। বিএনপি নেতৃত্বাধীন জনগণের সরকার প্রতিষ্ঠা পেলে দেশের প্রতিটি অবহেলিত অঞ্চলের উন্নয়ন হবে একটি বাস্তবতা, প্রতিশ্রুতি নয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল আমিন বলেন নদীভাঙনের কারণে এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক বিলুপ্ত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়েছে। সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায়, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নিজস্ব অর্থায়নে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছি।
সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ আব্দুল লতিফ হাওলাদার, সেক্রেটারি মোঃ বাবুল সরদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদ ডাক্তার, সেক্রেটারি মোহাম্মদ বাচ্চুর খলিফা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খান, মুন্না শিকদার, বিএনপিতে তার রফিকুল ইসলাম নান্টু, সিদ্দিক বেপারী, আরিফুজ্জামান জলিল, মোঃ জামাল হোসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে এলাকাবাসী এ মহৎ ও মানবিক উদ্যোগের জন্য রাজন শিকদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Copyright © 2025 Crime Times. All rights reserved.