নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার লালমাই থানার পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিনকে পার্শ্ববর্তী মগবাড়ী-চৌমুহনী সড়কের পাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে এমন ছবি দেখা যায়। পরবর্তীতে রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে লালমাই থানা নিশ্চিত করেন এই লাশ পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিনের।
কনস্টেবল রিয়াজ উদ্দিন একমাস আগে লালমাই থানায় যোগদান করেন। এর আগে হবিগঞ্জ থানায় কর্মরত ছিলেন তিনি। নিহত পুলিশ কনস্টেবল চাঁদপুর জেলা শাহারাস্তি উপজেলার বাসিন্দা।
বাবার অসুস্থতার খবর জানতে পেয়ে জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে শাহারাস্তি যাচ্ছিলেন বলে জানা যায়।
দুর্ঘটনা নাকি ডাকাতি- এ বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। তবে লাশের মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
লালমাই থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।