নিজস্ব প্রতিবেদক :: পতিত আওয়ামী লীগের সব অপকর্মের ‘বৈধতা’ দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সম্প্রতি যুগান্তরের সঙ্গে আলাপে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত।
তার ভাষায়, ‘ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে।’
একইসঙ্গে আওয়ামী লীগের ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে যে কারণে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে, তার প্রত্যেকটা কারণের সাথে জাতীয় পার্টি জড়িত। শুধু মাত্রার পার্থক্য আছে।’