নিজস্ব প্রতিবেদক :: বরিশালে উচ্ছেদ অভিযান বিবির পুকুরপাড়ে ফিরেছে চিরচেনা রূপ
বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুরপাড় আবারও ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ। দীর্ঘদিন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকার পর অবশেষে সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানের ফলে নগরবাসীর প্রাণের বিনোদনকেন্দ্রগুলো মুক্ত হলো দখলমুক্ত পরিবেশে।
বিবির পুকুরপাড় থেকেও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। ফলে জলাশয়ের চারপাশে এখন বিরাজ করছে শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ। পাশাপাশি নগরীর চৌমাথা লেকসহ অন্যান্য স্থান থেকেও অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।
নগরবাসীর মধ্যে ফিরে এসেছে আনন্দ ও স্বস্তি।
তবে নগরবাসীর প্রত্যাশা, উদ্যোগটি যেন সাময়িক না হয়ে স্থায়ী রূপ পায়। তারা চান, পুনরায় যেন এসব স্থানে অবৈধ দখল করে স্থাপনা গড়ে তোলা না হয়।