আকিব :: ঢাকায় খোলা গর্তে পড়ে গুরুতর আহত বিএম কলেজের সহকারী অধ্যাপক লাবু আনোয়ার।
ঢাকায় ওয়াসার খোলা গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন লাবু। বর্তমানে তিনি শেরেবাংলা নগরের জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে নয়টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের জনপথ মোড়ে বরিশালগামী বাস কাউন্টারের দিকে যাওয়ার সময় ওয়াসার পানির লাইনের কাজের জন্য খোঁড়া আনুমানিক ১৫ থেকে ২০ ফুট গভীর গর্তে পা পিছলে পড়ে যান তিনি। স্থানীয় লোকজন ও যাত্রাবাড়ী থানা পুলিশ প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে, রক্ত সংবহনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরে রক্ত জমাট বেঁধেছে। পাশাপাশি লিগামেন্টও আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা রয়েছে। পায়ের ফোলা কমলে শল্যচিকিৎসা (অপারেশন) করা হবে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. তোফায়েল হোসেন।
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে লাবু আনোয়ার বলেন,
“এটি আমার দ্বিতীয় জীবন। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি। মাথা আগে পড়লে বা গর্তে রড থাকলে হয়তো আর বাঁচতাম না। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে পরিবার-আত্মীয়স্বজন, বিএম কলেজ পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন্ধু-বান্ধব এবং দেশ-বিদেশ থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তার খোঁজখবর নিচ্ছেন ও পাশে দাঁড়িয়েছেন। এমনকি বেলস পার্কের এক চায়ের দোকানদার পর্যন্ত তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
সহকারী অধ্যাপক লাবু আনোয়ার বর্তমানে পঙ্গু হাসপাতালের কেবিন ব্লকের ২০৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও শিক্ষাঙ্গনে ফিরতে সবার দোয়া কামনা করেছেন।
যোগাযোগ: ০১৭১১-৬৫২৬৫৩