স্টাফ রিপোর্টার :: বরিশালের বেলতলা খেয়াঘাটের সাব কন্ট্রাক্টরের জামানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ইজারাদার আওয়ামী লীগের সক্রিয় কর্মী রিয়াজ উদ্দিন মাতুব্বর হিরা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এমনকি টাকা চাইলে পাওনাদারদের বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীরা।
জানা গেছে, ১৪৩১ বঙ্গাব্দে বেলতলা-চরমোনাই খেয়াঘাটের ইজারা পান রিয়াজউদ্দিন মাতুব্বর হিরা, নিয়াজ মোর্শেদ ও খসরু। তাদের কাছে ১৫ লাখ টাকা জামানত দিয়ে ঘাটটি সাব-কন্ট্রাকে নেন চর হোগলার বাসিন্দা হেমায়েত উদ্দিন সিকদারসহ ১০ জন। সাব কন্ট্রাকটররা প্রতিদিন ৪৪ হাজার টাকা কন্ট্রাকটরকে দিবেন বলে আরো চুক্তি হয়।
হেমায়েত উদ্দিন সিকদার বলেন, আমরা চুক্তি অনুযায়ী এক বছর ঘাট চালিয়েছি। প্রতিদিন ইজারাদার হিরাকে ৪৪ হাজার টাকা দিয়েছি। বছর শেষ হওয়ার পর তাকে ঘাট বুঝিয়ে দিয়েছি। কিন্তু তিনি আমাদের জামানতের ১৫ লাখ টাকা ফেরত দিচ্ছেন না। ৬ মাস হয়ে গেছে বিভিন্ন কথা বলে আমাদের ঘুরাচ্ছে। আমরা তার কাছে প্রতারিত হয়েছি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রিয়াজ উদ্দিন মাতুব্বর হিরা বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ কর্মী ছিলেন। তার প্রভাব ব্যবহার করে বিভিন্ন ঘাট ইজারা নিতেন।##