আটককৃত যুবক হলেন নগরীর রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা মনির খানের ছেলে শাকিল খান।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাকিল খান প্লাস্টিকের ব্যাগে খবরের কাগজে মোড়ানো গাঁজা বহন করছে। খবর পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অলক কান্তি শর্মা, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশের একাধিক কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন। এসময় শাকিল খানের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “বিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত শাকিল খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”