নিজস্ব প্রতিবেদক :: ক্রমেই ছোট হয়ে আসছে বিএনপি’র প্রার্থী তালিকা। দ্রুতই চূড়ান্ত হতে যাচ্ছে প্রার্থীদের নাম। এরই মধ্যে বেশ কিছু আসনের প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে এলাকায় কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এসব আসনের মধ্যে বরিশাল ১, ৩ ও ৪, পটুয়াখালী-৪ ভোলা-২ ও ৩ রয়েছে। এছাড়া গতকাল বরিশাল-৫ ঝালকাঠী ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থীদের সঙ্গে কেন্দ্রের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে।
এবারের নির্বাচনে বিএনপি’র প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী অনেক আগেই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এরা সবাই যার যার আসনে কাজ করে যাচ্ছেন। বিএনপি’র প্রার্থী বাছাই নিয়ে প্রতিবারের মতো এবারও জট লাগে। বিভাগের ২১ আসনে ৭০ এর অধিক প্রার্থী মনোনয়ন দাবি করছেন। এ নিয়ে কেন্দ্রীয় নেতারাও কিছুটা বিপাকে। গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে। সেই জরিপের ফল এবং দলের নীতিনির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূলে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছেন একজন কেন্দ্রীয় নেতা।
বিভিন্ন সূত্রমতে, গতকাল বেশ কিছু আসনে বিএনপি’র প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হয়েছে। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন ও বরিশাল-৪ আসনে রাজীব আহসান, পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন, দলের মনোনয়ন পাচ্ছেন। এদের এলাকায় কাজ করার নির্দেশনা পাওয়ার কথা একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
গতকাল বরিশাল বিভাগের আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কেন্দ্রে বৈঠক হয়। আসনগুলো হলো- বরিশাল-৫, বরিশাল-২, ঝালকাঠী ২, পটুয়াখালী ১, ৩ ও ৪। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন কেন্দ্রীয় কমিটির বৈঠকে নেতৃত্ব দেন। সূত্রমতে বৈঠকে অংশ নেন বরিশাল-৫ আসনের মজিবর রহমান সরোয়ার, আবু নাছের মো. রহমতুল্লাহ, বিলকিস আক্তার জাহান শিরীন। এ আসনে আরও কয়েকজন নেতা প্রার্থী হতে চান। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপি’র সদস্য সচিব এড. কামরুল আহসান শাহীন অন্যতম। বরিশাল-২ থেকে সান্টুকে আমন্ত্রণ জানানো হলেও স্বাস্থ্যগত কারণে তিনি যোগ দেননি বলে জানা গেছে। এ আসন থেকে বৈঠকে অংশ নেন দুলাল হোসেন, সাইফ মাহমুদ জুয়েল।
ঝালকাঠী-২ থেকে বৈঠকে অংশ নেন মাহাবুবুর রহমান নান্নু, ইলেন ভুট্টো ও শাহদাৎ হোসেন। পটুয়াখালী-১ থেকে আলতাফ হোসেন চৌধুরী ও কুট্টি সরকার, পটুয়াখালী-৩ ও ৪ থেকে শহিদুল আলম তালুকদার, এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ মিডিয়াকে বলেন, দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।