নিজস্ব প্রতিবেদক :: পড়াশোনা বিমুখতা রোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়।
পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের অস্বাভাবিক আসক্তি থেকে বেরিয়ে এসে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা সভার সব সদস্যের মতামতের ভিত্তিতে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে।