নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বরিশালে লিফলেট বিতরণ করেন আফরোজা খানম নাসরিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরীর সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বরিশাল মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে এ লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট নারী নেতা আফরোজা খানম নাসরিন।
এ সময় বরিশাল মহানগরের ১ নং জুগ্ন আহবায়ক আফরোজা খান নাসরিনননগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলের ঘোষিত ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি দেশ ও জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে জনগণকে বিএনপির পরিবর্তনের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, “৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। এজন্য জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।