নিজস্ব প্রতিবেদক :: বরিশাল: স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে হতাশ হয়ে দপদপিয়া ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটে (২৪ সেপ্টেম্বর) রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতু এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সাথে চলমান দ্বন্দ্বের কারণে সকালে ওই যুবকের স্ত্রীর সাথে তুমুল ঝগড়া হয়। এরপর বিকেলের দিকে তিনি একা মোটরসাইকেলে করে দপদপিয়া ব্রিজে এসে হঠাৎ নদীতে লাফ দেন। ঘটনাটি চোখে পড়ে স্থানীয়দের। তারা দ্রুত বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে বরিশাল নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে এ পদক্ষেপ নিতে পারেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, "হঠাৎ দেখি একজন তরুণ ব্রিজের মাঝখান থেকে নদীতে ঝাঁপ দিল। আমরা চিৎকার করলেও সে ফিরে তাকায়নি।"
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকের পরিচয় শনাক্ত ও তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনা জানা যায় বিস্তারিত আসছে....