নিজস্ব প্রতিবেদক :: বরিশালে তৃণমূল পর্যায়ে ন্যায্য রুপান্তর ও জলবায়ু সুবিচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
বরিশালে তৃণমূল পর্যায়ে ন্যায্য রূপান্তর ও জলবায়ুর সুবিচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ফরেস্টারবাড়ি পুল সংলগ্ন মানু মিয়া লেনে অবস্থিত এ.বি.সি ফাউন্ডেশন কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে ইয়ুথনেট গ্লোবাল বাংলাদেশ।
ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় সমন্বয়কারী আশিকুর রহমান নিরব ও মোসা: ময়ূরী আক্তার।
প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিডরিখ-ইবার্ট-স্টিফটুং (এফ.ই.এস) বাংলাদেশের উপদেষ্টা আরিফ-আস-আলম এবং কমিউনিকেশন লিড শুভ্রনীল সাগর, নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে তৃণমূল পর্যায়ের সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তরুণ প্রজন্মের উদ্যোগ ও সচেতনতা একটি ন্যায্য রূপান্তর ও সুবিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা বলেন, পলিথিন ও পলিথিন জাতীয় বর্জ্য এবং প্লাস্টিক আমাদের মাটি, বাতাস তথা জলবায়ুর ব্যাপক ক্ষতি করে যাচ্ছে। এখনই সময় এই ক্ষতিকর বস্তু নিয়ন্ত্রণ করার। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে হলে অবশ্যই পরিবেশ অনুকূলে রাখতে হবে।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে করনীয় বিষয়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।